তোমরা কি দেখেছো  কভু ?
অন্যায়ের প্রতিবাদ করা ।
তোমরা কি দেখেছো কভু ?
সেই প্রতিবাদী মুখ।
তোমরা কি দেখেছো কভু ?
সেই মুখগুলো সেই কণ্ঠস্বর।
তোমরা কি দেখেছো কভু ?
সেই সাহসী প্রতিমূর্তি।
তোমরা কি দেখেছো কভু ?
স্বৈরাচার নিপাতের বিজয়ের গান ।













তোমরা দেখেছো কভু ?
মোঃ বজলুর রশীদ
জলঢাকা,নীলফামারী ।