উত্তপ্ত সূর্যের কিরণে
বিকেলে উষ্ণ বালিতে,
জানালা খুলে দেবে সবাই,
গরম হাওয়া এসে বলবে
"শুভ বিকেল"।
ভোরের আলো মধুর লাগে,
সূর্যের আলো বাড়াতে থাকে,
আবহাওয়ার সাথে পৃথিবী সাজে,
গরমের প্রেম ছড়িয়ে চলে।
ফসলের মাঠে কৃষাণ যারা,
সূর্যের তাপে স্নান করা,
পোড়াগাছের ছায়ায় ক্লান্ত হওয়া,
ভুট্টা ক্ষেতে হাসির মেলা।
কাঁচা আমের মিষ্টি রূপ ,
বৈশাখী ঝড়ে নামবে সুখ,
নির্ঘুম পূর্ণ রাতের সাথে
আড্ডা হবে বন্ধুদের সনে ।