তুমি স্বাধীনতার মাস ,
তুমি ৭ই মার্চের বজ্রকন্ঠ,
কণ্ঠে ধ্বনিত মুক্তির বার্তা,
তুমি জাতির জাগরণের অগ্নিশপথ ।

তুমি ২৫ মার্চের কালরাত্রি,
নেমে আসা নৃশংস অন্ধকার,
তুমি অপারেশন সার্চলাইটের বিভীষিকা,
রক্তাক্ত গুলির শব্দে কেঁপে ওঠা ঢাকা শহর,
বাঙ্গালীর আর্তনাদে ভারী হয়ে আসা বাতাস।

তুমি ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা,
তুমি এক সাহসী উচ্চারণ,
শুরু হওয়া রক্তক্ষয়ী সংগ্রাম,
বীর মুক্তিযোদ্ধাদের নয় মাসের যুদ্ধ,
তুমি রক্ত আর আত্মত্যাগের সাক্ষী।

তুমি শহীদের স্মরণে স্মৃতিসৌধের পবিত্র শ্রদ্ধাঞ্জলি,
তুমি জাতীয় সঙ্গীতের গর্বিত প্রতিধ্বনি,
তুমি লাল-সবুজের বিজয় নিশান।

তুমি স্বাধীনতার দীপ্ত শপথ,
তুমি মুক্তির উদ্ভাসিত আলো,
তুমি ইতিহাসের জ্বলন্ত অধ্যায়,
তুমি জাতির অহংকার,
তুমি বঙ্গবন্ধুর জন্মের মাস,
তুমি মার্চ,তুমি স্বাধীনতার মাস!