তোমার চোখ ঠিক সমুদ্রের মতো,
যার গভীরতা মাপা কঠিন।
তোমার চোখের তারায় যে সমুদ্র,
সে সমুদ্রের শেষ কোথায় জানি না।
কেউ কখনো বুঝতে চায় না,
সেই সমুদ্রের ঢেউয়ে লুকিয়ে আছে
ভালোবাসার গল্প, কষ্ট আর
ভুলে যাওয়ার কথা।

সমুদ্র যেমন সব খরকুটো ফিরিয়ে দেয়,
ঠিক তেমনভাবেই আমার লেখা
চিঠিটিও তুমি ফিরিয়ে দিয়েছিলে।
শুকনো ফুলগুলো বইয়ের পাতার ভাঁজ থেকে
যখন ছুঁড়ে ফেলে দিয়েছিলে,
তোমার কি একটুও মনে হয়নি
আমি একদিন ভালোবেসে
তোমাকে দিয়েছিলাম সেগুলো।

তোমার মনে পড়ে কি?
যখন আমার হৃদয়টাকে
টুকরো টুকরো করেছিলে?
সেই টুকরো দিয়েই
আমি তোমার জন্য স্বপ্নের পাহাড় গড়েছিলাম।
তুমি বলেছিলে,
আমাকে কখনো ভুলে যাবে না।
অথচ আজ সেই কথাগুলো
ধুলোয় মিশে গেছে।

মাঝে মাঝে প্রতিজ্ঞা ভাঙতে ইচ্ছে করে,
ভালোবাসাকে নতুন আকাশে
মুক্তি দিতে ইচ্ছে করে।
তোমার চোখের সমুদ্র পাড়ি
দিতে ইচ্ছে করে।

কিন্তু জীবনের গল্প কখনো থেমে থাকে না,
সমুদ্রের ঢেউয়ের মতোই
মিলিয়ে যায় এক সময় ।

তুমি এখনো আগের মতোই আছো,
স্থির, শান্ত।
শুধু আমি কোথায় যেন হারিয়ে গেছি।
আর তুমি?
খুঁজে নিয়েছো নতুন কোনো দিগন্ত।
তবুও মনে হয়,
তোমার চোখের সমুদ্র পাড়ি দেই।
আবার কখনো কখনো,
কিছু সমুদ্র পাড়ি দিতে হয়,
কিছু হারিয়ে।