সময় এখন তারুণ্যের
দীপ্ত পায়ে চলার,
সময় এখন তারুণ্যের,
অসম্ভবকে সম্ভব করার।

সময় এখন তারুণ্যের
সংস্কার পরিবর্তন,
সময় এখন তারুণ্যের
সাহসী উচ্চারণ ।

সময় এখন তারুণ্যের
নতুন পথের সন্ধানে,
সময় এখন তারুণ্যের
নতুন স্বপ্ন পূরণে ।

সময় এখন তারুণ্যের
আগামীকে আলোকিত করার,
সময় এখন তারুণ্যের
ইতিহাসকে নতুন করে গড়ার ।

সময় এখন তারুণ্যের
অপরাজেয় আত্মবিশ্বাসে,
সময় এখন তারুণ্যের
সমস্ত বাঁধা দূর করার আশ্বাসে।

সময় এখন তারুণ্যের
বিপ্লবের উত্তাল জয়গান,
সময় এখন তারুণ্যের
প্রতিটি ধ্বনিতে জাগরণ।

সময় এখন তারুণ্যের
সত্যের বিজয়-অন্যায়ের পতন,
সময় এখন তারুণ্যের
অত্যাচার আর দুর্নীতির পঁচন ।

সময় এখন তারুণ্যের
ভেঙে দেবে পুরনো বন্ধন,
সময় এখন তারুণ্যের
গুঁড়িয়ে দেবে বাধার বাঁধন ।

সময় এখন তারুণ্যের
হবে দেশ রক্ষার ক্ষেত্র,
সময় এখন তারুণ্যের
স্বাধীনতার নতুন মানচিত্র ।












সময় এখন তারুণ্যের
মোঃ বজলুর রশীদ
জলঢাকা,নীলফামারী ।