আমি হাঁটছি শহরের খালি রাস্তা ধরে,
অফিস আর সুপারমার্কেটের
বিলবোর্ডের বিজ্ঞাপনের আলোয়
মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে ভাবি,
এখানে কি আমি নিজেকে খুঁজে পাই?
গাড়ির আওয়াজ আর টিভির শব্দে,
পৃথিবীটা যেন মেশিনের মতো চলছে।
মানুষেরা কাজ করছে অনবরত,
শহরের যান্ত্রিক কোলাহলে স্বপ্নগুলো
ক্ষণিকের মধ্যে বাতাসে ভেসে ভেসে
দূর আকাশে হারিয়ে যায়।
পরিবর্তনের স্রোতে আমি ভেসে
যাই কালের যাত্রায়।
হঠাৎ দেখি শহরের এক বস্তিতে,
অনিশ্চিত ভবিষ্যত, খাবারহীন
অসংখ্য ক্ষুধার্ত শিশু চোখ খুলে
চেয়ে থাকে আকাশ পানে।
অনেক শিশুই হয়তো জানে না
তাদের মৌলিক অধিকারের কথা।
সেখানে প্রতিনিয়ত যুদ্ধ চলে
দু'মুঠো আহার যোগাড়ের,
ক্ষুধার সঙ্গে লড়াই করে বাঁচার ,
কেউ দেখতে পায় না,
কেউ ভাবতে চায় না।
বুকে জমা কষ্ট নিয়ে তবুও স্বপ্ন দেখি
একদিন আমরা সত্যি স্বাধীন হবো,
আমরা বৈষম্যের শৃঙ্খল ভাঙবো।
তখন গাইবো বিজয়ের গান,
আমরা করবো জয়, কোন একদিন।