সৌন্দর্য কি? একটুখানি হাসি,
নাকি গোধূলি বেলায় রঙের বাতাসি?
নদীর বুকে চাঁদের আলো,
নাকি শিশিরভেজা ভোরের আলো?

সৌন্দর্য কি চোখের দেখা,
নাকি অনুভবের একটুখানি রেখা?
কবির কলমে কথার বচন,
নাকি প্রেমিকের বুকে তীব্র কম্পন?