সৃষ্টিকর্তা তুমি কি অসীম অনন্ত ?
সময় যেখানে স্থির ।
পৃথিবীর সব কিছু সৃষ্টির মূলে কি তুমি ?
তুমি তো অবিনশ্বর !
তোমার তো শুরু নেই শেষও নেই  ।

তুমি অদ্বিতীয় ও মহাপরাক্রমশালী ।
তুমি তো আল্লাহ নামে পরিচিত,
যিনি হলেন সর্বশক্তিমান ও সর্বজ্ঞ স্রষ্টা ।
তুমি তো সবকিছুর ধারক,
সবকিছুর আদেশদাতা এবং বিশ্বব্রহ্মাণ্ডের বিচারক।

তুমি মানব সৃষ্টির করেছ পরীক্ষা করার জন্য,
যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জান্নাতে পুরস্কৃত করবে,
তুমিই বলেছ  আমাদের জন্য
পৃথিবীতে যা কিছু আছে তা সৃষ্টি করেছে ।
অতঃপর তুমি  উপরের দিকে ইস্তওয়া  করলে 
ও সাত আকাশে পরিণত করলে ।

তুমি  তো মানুষের ভাগ্য লিপিকার ,
যার ভাগ্য আগে থেকে নির্ধারিত !
হযরত আদম (আ.) থেকে হযরত মুহাম্মাদ (সাঃ)
পর্যন্ত অনেক নবী-রাসূল পাঠিয়েছো
তোমার দূত হিসাবে ।

তুমি হে মহান সৃষ্টিকর্তা সবখানে ,
তোমার মহিমা ঐকান্তিক মায়ার বাঁধন।
তুমি আল্লাহ ব্যাতীত অন্য কোন উপাস্য নাই,
তুমি সর্বশক্তিমান,পরম মহিমান্বিত,সর্বক্ষমাশীল,সর্ব-বিজ্ঞ।





                  বজলুর রশীদ
                                  ১৯/০৪/২৩