------------------------------@@@@
------------------------------@@@@
সোনামণি চাঁদ উঠেছে
আকাশ দেখো তারায় ভরেছে ,
দেখবে তোরা আকাশ পানে
মুগ্ধ হয়ে দুই নয়নে !
ফুল ফুটেছে কানন তলে
দেখবে আসো দল ছুটে,
গোলাপ জবা হাসনাহেনা
খেলা করতে নেই যে মানা ।
--------------------------------@@@@@
বি:দ্র : এটি একটি ছোটদের ছড়া