কালো মেঘমালা ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র,
সূর্যের উঁকি দেওয়ার ব্যর্থ চেষ্টা,
ধরণীতে বৃষ্টি আছড়ে পড়ছে মধ্যকর্ষণের টানে ,
জলরাশিতে ভরে গেছে পৃথিবীর বিস্তীর্ণভূমি।
চারিদিক থৈ থৈ হাটু পানিতে আনন্দ করছে শিশুরা,
আসমানীরা খাবারের খোঁজে আজ দিশেহারা,
বৃষ্টি মানেই আসমানীর কাছে শীতল কষ্টের বিড়ম্বনা।
বৃষ্টির কোন আনন্দ তাদের কাছে ধরা দেয় না,
জীবন সংগ্রামে টিকে থাকা যাদের মূল লক্ষ্য,
ক্ষুধার্ত মস্তিষ্ক নিয়ে অসহায় ধরণীতে টিকে থাকা,
নিতান্তই দুঃখে কষ্টে ভুগে অসহায় আসমানীরা ।
ঠিক তক্ষুনি ,
আসমানীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়,
ডিজিটাল থেকে স্মার্ট হওয়া বাংলাদেশের দিকে !
বজলুর রশীদ
২৪/০৯/২০২৩
জলঢাকা, নীলফামারী ।