গভীর অন্ধকারে অসীম শূন্যে,
না ছিলো দিক, না ছিলো আলো,
শুধু ছিলো একটি ঘন বিন্দু
কিছু নেই, তবুও যেন কিছু আছে,
অস্তিত্বের অদৃশ্য ওই জগতে।

তারপর হঠাৎ, এক বিস্ফোরণ,
শূন্যের নিস্তব্ধ বুক চিরে,
উপগ্রহ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি
সৃষ্টি হয় মহাবিশ্ব, সৃষ্টি হয় সময় ।

আলোর তীব্রতায় জন্ম হয় তারার,
একেকটা নক্ষত্র যেন আগুনের গোলা,
মহাবিশ্বের কোণে কোণে ছড়িয়ে আছে
অস্তিত্বের নতুন এক মানচিত্র ।

অজানা অন্ধকারে ঘুরছে গ্রহ,
প্রতিটা পরমাণুতে সৃষ্টি হয় স্মৃতি,
সেই প্রতিধ্বনি আজও কম্পিত
আজও প্রসারিত অসীম মহাবিশ্ব।

ধূম্রময় ধুলোর সেই অজানা জগতে
মিশে আছি মহাবিশ্বের নব ভাঁজে,
আমরা সকলেই সেই বিস্ফোরণের সন্তান,
জীবনের সেই রহস্যময় জগতে
প্রতিধ্বনি আজও শুনা যায় ।