শূন্য হতে আসা ,
শূন্যে ফিরে যাওয়া
ভাবিও না মন আমার,
জগত সংসার নিয়া !

আসিয়াছি শূন্যে ,
ফিরিয়া যাবো শূন্যে
দুই শূন্যের মাঝখানে,
যত হিসাব নিকাশ লয়ে !

টাকার কাছে জীবন ,
উৎসর্গ করিয়া
আছি মোরা মহাসুখে,
জগত সংসার নিয়া !

ভাবিয়াছো মন আমার
যাবে শূন্যে চলিয়া,
টাকা পয়সা গাড়ি বাড়ি ,
কিছু রবে না!

ডাক দিলে ,
শূন্যের রাজা
যেতে হবে ,
জগৎ সংসার ছাড়িয়া ।





বজলুর রশিদ
তারিখ : ১৭/১১/২৩
জলঢাকা, নীলফামারী