আজ আমি পথ চলতে চলতে ক্লান্ত !
বিভীষিকাময় পৃথিবীতে ,
যাকে নিয়ে পথ চলতে শুরু করেছিলাম,
সে আজ হাত ছেড়ে দিয়েছে,
একটু সুখের আসায়।
স্রোতের অনুকূলে সাঁতার কাটছে,
ভাসতে ভাসতে হয়তো সে,
কোন একটি বালুময় দ্বীপে পৌঁছে যাবে,
বসতি নির্মাণ করবে সুখের আশায় ।
তবু আমি পথ চলছি একাই,
হয়তো পথ চলতে চলতে কোন এক সময় ,
আমিও পৌঁছে যাব কোন একটি নতুন দেশে,
সেখানে হয়তো আমিও বসতি নির্মাণ করব ।
কিন্তু আমরা কি একসঙ্গে থাকার সেই
অনাবিল সুখ কখনো পাবো ?
বজলুর রশীদ
২৭/৩/২৪