আজি বর্ষার অন্ত শোভা বাংলায়
ঋতু প্রদক্ষিণের স্নিগ্ধতা নিয়ে,
ফিরে এসেছো হে শরৎ এই বাংলাতে ।
গগনে নরম নীলিমা ছুঁয়ে ভাসা শুভ্র মেঘের দল ভরা
শিমুল তুলার মতো সাদা মেঘের খেয়া,
ভেসে চলে ওই নীল আকাশে রৌদ্র -ছায়া খেলা ।
চতুর্দিক আমন ধান্য ঘেরা সবুজ কচিপাতায় ভরে যায়
মাঠজুড়ে বাতাসে দোল খায় সবুজ কচি ধান গাছ তরু লতা,
অপরূপ সৌন্দর্যে ক্ষেত-মাঠ তরঙ্গ খেলে বিষন্ন হাওয়া।
দিগন্ত জুড়ে সবুজের সমারোহ সমস্ত দেশজুড়ে
শেফালিঝরা সকাল আর দূর্বাঘাসের শিশির বিন্দু খেলা,
নদীর দুই প্রান্তে কাশফুলের সাদা এলোকেশের দোলা ।
এসময় ফোটে শেফালি- শিউলি পুষ্প চারিদিকে
নদীর দুই ধারে সাদা মেঘের ন্যায় কাশফুল ফুটে,
বাংলার রূপ ঋতু পরিক্রমায় মোহনীয় হয়ে ওঠে ।
নৌকার পালে বিলাসী হাওয়া কাশফুলের ছোয়া
রোদে শুকানো পাটকাঠিতে ফড়িং এর মেলা ,
কখনো রোদ কখনো বৃষ্টি আলো ছায়ার খেলা ।
ফোটে শাপলা , পদ্মফুল বিলের জলে
তারকা হয়ে ভেসে থাকে সমস্ত বিলে,
দূর্বা ঘাস সিক্ত হয় হালকা নীহারে।
ভেসে বেড়ানো মেঘের প্রান্ত ছুঁয়ে
উড়ে চলা পাখপাখালির ঝাঁক ,
কাশবনে লুকিয়ে থাকা ডাহুকের ডাক ।
রাঁতের আঁধারে মিটিমিটি জোনাকি জ্বলে
ভাঙ্গা ঘরে চাঁদের আলো দেখতে ভাল লাগে,
শরতের জ্যোৎস্নায় ভিজে যাই বিভায় নিজেকে ।
নববধূর মতো শরৎ এসেছে বাংলার ঘরে ঘরে
বাংলার রূপ সজ্জিত আজ অবাক জোসনা ভরে,
বছর ঘুরে আসে এই ঋতু অনেক আনন্দ নিয়ে ।