আমার স্বপ্ন গুলো রংহীন ,বাস্তবে স্বপ্নের কোন রং হয় কিনা আমি জানিনা, হয়তো বাস্তবে এর কোন রং নেই ।
সাদাকালো জীবনের ভিড়ে যদি রঙ্গিন স্বপ্ন দেখতে পারতাম , সেই স্বপ্নে অচেনা কোন বালিকার ছবি
আঁকতাম ।
রঙ্গিন স্বপ্নগুলো আমাকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না ।
আমার সেই স্বপ্নগুলো পানির কণার মতো সৃষ্টি হয়ে নদীর দিকে ধাবিত হয় ।
নদীর দুই ধরে মেঘের মতো কাশফুল গুলো দেখতে দেখতে তীব্র রোদে বাষ্প হয়ে আকাশের দিকে উঠতে থাকে। আমার স্বপ্নগুলো ক্লান্ত হয় না ।
ক্লান্তহীন স্বপ্নগুলো আবার একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে । সেই স্বপ্নের মেঘগুলো ভাসতে ভাসতে কোন এক সময় বৃষ্টি হয়ে ,
সবুজ কোন ঘাসের উপর নয়তো কোন মরুউদ্যানে হয়তোবা শিশির হয়ে ধরণীতে ফিরে আসে ।
সেই স্বপ্নগুলো নিয়ে আমি ভাবতে থাকি বছরের বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ।
বজলুর রশীদ
১৫/১৩/২৩
জলঢাকা