স্বপ্ন আছে বলে
জীবন আছে,
জীবন আছে বলে
তুমি আছো !

তুমি আছো বলে
আমি আছি,
সেই তুমি আজ
কত অচেনা ?

তুমি স্বপ্ন দেখাতে
জীবন গড়তে,
তুমি স্বপ্ন দেখাতে
হৃদয় বন্ধনের !

তুমি স্বপ্ন দেখাতে 
ভালবাসার
তুমি স্বপ্ন দেখাতে,
আমি স্বপ্ন দেখতাম !

সেই স্বপ্নগুলো আজ
কেন এত ফ্যাকাশে,
স্বপ্নের মধ্যে কেন
এত কষ্টের বৃষ্টি ?

আজ স্বপ্ন নেই বলে
জীবন নেই,
জীবন নেই বলে
তুমি নেই
তুমি নেই বলে
আমি নেই ।


বজলুর রশীদ
২১/০৫/২৩