রাত্রি শেষে ঘন কুয়াশায়
ঢেকে যায় চারিদিক !
বাংলার রূপ ফিরে
তার আসল ঠিকানায় ।
ঠিক তখনি একটি
শিশির বিন্দু উঁকি মারে,
আকাশে দেখা না পাওয়া,
রবির দিকে ।
ঘন কুয়াশা ভেদ করে সূর্য
আলো ছড়াতে ব্যস্ত ধরণীতে!
শীতল হাওয়া উপেক্ষা করে
উষ্ণ সরাতে থাকে চতুর্দিকে।
ঠিক তখনি একটি
খেজুর গাছে ঝুলতে
থাকে রসের হাঁড়ি,
খেজুর রসের লোভনীয়
মিষ্টি গন্ধে মন মেতে উঠে।
সরিষা ফুল তার হলুদ আভা
ছড়িয়ে দেয় প্রকৃতিতে,
সরিষা ফুলের গন্ধে
মুখরিত যখন চতুর্দিক!
ঠিক তখনি এক
ঝাঁক মৌমাছি আসে
গুনগুন শব্দ করে ,
সরিষা ফুলের রেণু থেকে
মধু সংগ্রহে ।
ছেলে মেয়েরা মিষ্টি রোদে
গুড় মুড়ি খেতে বসে ,
গাছের পাতা ঝর ঝর করে!
শুকনো পাতার ঝর ঝর,
শব্দ যেন গান হয়ে ফিরে
আসে ধরনীর বুকে ।