স্বাধীনতার মাস
তুমি কি
বঙ্গবন্ধু র জন্মদিনের মাস ?
নাকি
বাংলাদেশের স্বাধীনতা
দিবসের মাস ?
নাকি
৭ই মার্চের বঙ্গবন্ধু র
ঐতিহাসিক ভাষণের মাস?
নাকি
সরকারি ভাবে ঘোষিত
একদিন ছুটির দিনের মাস?
নাকি
আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার
সংগ্রাম শুরুর মাস?
নাকি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
পক্ষে স্বাধীনতা ঘোষণার মাস?
নাকি
গভীর রাতে অপারেশন সার্চ লাইট
নামে পরিকল্পিত গণহত্যার মাস?
নাকি
বাংলাদেশের মাটিতে রক্তক্ষয়ী
স্বাধীনতা যুদ্ধের সূচনা র মাস?
নাকি
বীর মুক্তিযোদ্ধাদের নয় মাস
রক্তক্ষয়ী যুদ্ধ করার মাস?
নাকি
বর্ণাঢ্যভাবে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের
মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের মাস?
যে যাই বলুক,
তুমি বাংলাদেশের
অহংকারের মাস।