বছর ঘুরে রমজান এলো
মুসলিমদের ঘরে ঘরে,
নামাজ পড় রোজা রাখ
বাঁচতে চাও যদি চিরতরে ।

জান্নাত জাহান্নাম চিরসত্য
ভবের দুনিয়া ক্ষণস্থায়ী,
যদি চাও পরকালে মুক্তি
নামাজ ধরো নাজাত চিরস্থায়ী।


রমজান মাসে রোজা পালন
ফরজ ইহা ইসলামের নিয়ম,
বিশ্বব্যাপী মুসলিমগণ
রোজাপালনে দিও মন।

সময় মত দিও ফিতরা
গরিব মিসকিন আছেন যারা,
ঈদের আগে করবে দান
এটাই রোজার আসল মান ।







বজলুর রশীদ
২৪/৩/২৪