পুনর্জন্ম যদি সত্যিই থাকে ,তবে প্রার্থনা করি
এ দেশে যেন আর না জন্মাই।
এখানে জন্ম নিয়ে শিকড় গেঁথেছিলাম
পূর্বপুরুষদের ধারাবাহিকতায়,
এই দেশে রক্তচোষা জোঁক ও তাদের জাতভাইরা
নিরীহ জনগনের রক্ত চুষে খায় ।
আনাচে কানাচে দেখা মেলে ভ্যাম্পায়ারের ছায়া,
সে দেশে জন্ম নিয়ে কি লাভ ?

এখানে কণ্ঠস্বর রুদ্ধ, নেই কোন বাক স্বাধীনতা,
বিচারবিভাগ নয় স্বতন্ত্র
নেই কোন আইনের প্রয়োগ ,
ক্ষমতাধর ব্যক্তিরা দুর্নীতিতে নিমজ্জিত,
জনগণের সেবক যখন স্বৈরাচার
সংবাদপত্রের নেই কোন স্বাধীনতা
সে দেশে জন্ম নিয়ে কি লাভ ?

এ দেশে অনেকেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত
সবাই ক্ষুধা তৃষ্ণা মেটাতে ব্যস্ত,
শীতল ছায়া দিবে এরকম কোন বটবৃক্ষ নেই
যেদিকে তাকাই শুধু মরুভূমি আর মরুভূমি,
চতুর্দিকে তীব্র রোদ কোথাও স্বস্তি নেই
যে দেশে স্বপ্ন ভেঙে যায় প্রতিদিন,
সেই দেশে নতুন করে স্বপ্ন দেখতে চাই না
দুঃখ-কষ্টে ভরা এই দীর্ঘ পথ,
এই ক্লান্ত শরীর আর হাঁটতে চায় না
সে দেশে জন্ম নিয়ে কি লাভ ?

তাই পুনর্জন্ম যদি সত্যিই ঘটে,
প্রার্থনা করি,চাই অন্য কোথাও!
যেখানে মুক্ত বিহঙ্গ নয় আবদ্ধ
স্বপ্ন ও বাস্তবতার মধ্যে নেই কোন পার্থক্য ,
দিনের সূর্যটা ঝলমল করে উঠবে প্রতিদিন
সেখানে নেই কোনো রক্তচোষা ভ্যাম্পায়ার
কিংবা ক্ষুধার্ত তৃষ্ণার্ত কোন দানব ,
সেখানে বিশাল বট গাছের শীতল ছায়ায়
তাজা নিঃশ্বাস নেবে সকল মানুষ,
বটগাছটি অভিভাবক হয়ে রক্ষা করবে সবাইকে,
চিরকাল পাশে থাকবে শান্তির ছায়া হয়ে।










পুনর্জন্ম
মোঃ বজলুর রশীদ
০২/১১/২০২৪
জলঢাকা,নীলফামারী।