আমার প্রেমের প্রথম কদম ফুল
উৎফুল্ল মন তোমার খোঁজে তাজহাটের পথে ...
প্রথম রোমাঞ্চ, প্রথম ডেট
তুমি আর আমি জনশূন্যহহীন জমিদার বাড়িতে ....
সে এক অসাধারণ আনন্দের অনুভূতি
প্রথম অনুভূতির একটি অনন্য মিশ্রণ ....
কথোপকথনের শুরু যা
কখনোই শেষ হচ্ছিল না .....
তোমার লম্বা চুলের ঘ্রাণ
হরিণী চোখের চাহনি....
তোমার সুরোলি কন্ঠ
তোমার মায়াবী হাসি...
তোমার হরিণী নয়নে পলকহীন ভাবে তাকিয়ে থাকা
আমায় মুগ্ধ করেছিল...
তুমি এসেছিলে আমার জীবনে,
আমার চাঁদনী রাতে, আমার মধুর স্বপ্নে...
হৃদয়ে অজ্ঞাত ভালোবাসা জ্বলে
আমরা দুজন মিলে সৃষ্টির মধুর গল্পে ...
সবকিছু যেন স্বপ্নীল
হৃদয়কে যেভাবে নাড়া দিয়েছিল
সেগুলো আজ শুধুই স্মৃতি ।
বজলুর রশীদ
২৩/০৬/২৩
জলঢাকা, নীলফামারী ।