সোনার ছেলে নামধারীরা আজ
ঘুষের থলে মেলে ধরে ,
তাদের হাতে স্বপ্ন মরে
কি হলো দেশটি স্বাধীন করে ?
সততার আজ মুখোশ পরে
দুর্নীতির অন্ধকারে এরা ডুবে,
লুটেপুটে খায় দেশের সম্পদ নির্মমভাবে
নেই তবুও লজ্জা শরম তাদের মনে।
কত স্বপ্ন দেখেছিল দেশের জনগণ
সেই আশা আজ নিভে গেছে হৃদয় নিষ্প্রাণ,
যারা শপথ নিয়ে দেশ গড়তে চেয়েছে
তারা আজ ক্ষমতার মোহে অন্ধ হয়েছে ।
শপথ নিয়ে নেতাদের উচিত ছিল
দেশের সেবা করতে,
তারা আজ ব্যস্ত নিজের পকেট ভরতে
দেশে আজ ঘুষের গন্ধ অন্যায় কাজ করতে।
অন্যায়ের বিরুদ্ধে যারা
বুক উঁচিয়ে দাঁড়ায়,
তাদের কণ্ঠ রোধ করে,
নিলজ্জ বেহায়া শাসক তারা।
দেশের জন্য মুক্তিযুদ্ধ যারা করেছিল
তাদের স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার আজ হলো,
কবে হবে অন্যায়ের অবসান ?
কবে হবে সত্যের আবাসন ?
তবুও আমরা আশাবাদী,
স্বপ্ন নিয়ে বাঁচি,
আলোর প্রত্যাশায় আছি,
সেদিন হবে প্রকৃত স্বাধীনতার হাসি।
প্রকৃত স্বাধীনতা
মোঃ বজলুর রশীদ
৫/৭/২৪
জলঢাকা, নীলফামারী ।