মরুভূমির তপ্ত বাতাসে ঘূর্ণায়মান বালুতে এক অনাকাঙ্ক্ষিত স্বপ্ন যেখানে বাস করে ,
সেখানে ভাগ্য উন্নয়নের আশায় সদ্য যৌবনপ্রাপ্ত বালকটি বিভীষিকাময় জীবন যাপন করতে থাকে !
একটু ভালোবাসা পরিবারকে দেবার আশায়।
তার পরিবার কি জানে ? তাদের প্রিয় ছেলেটি আজ মরুভূমির বুকে তপ্ত বালুতে ,কোন এক মালিকের কেনা দাস হয়ে উট চড়িয়ে বেড়াচ্ছে।
সদ্য যৌবনপ্রাপ্ত বালকটির স্বপ্ন ছিল গ্রামের কোন এক মেঠো পথে হেঁটে যাওয়া লালনার দেখা পাওয়ার ,তাকে নিয়ে ঘর বাঁধার ।
ললনাটি লাল শাড়িতে আলতা রাঙা পায়ে, কপালে লাল টিপ পড়ে, তার পাশে বউ সেজে বসে আছে।
বালকটির সেই স্বপ্ন হয়তো কখনোই পূরণ হবে না, তারপরও সে প্রতি রাতে এরকম স্বপ্ন বারবার দেখে।
হয়তো ছেলেটি মধ্য বয়সে এসে, তার কষ্টার্জিত টাকা দিয়ে ,তার প্রিয় বোনটির কোন এক ভালো জায়গায় বিয়ে দিবে ,তার বাবা মা হয়তো ভালোভাবে জীবন যাপন করবে।
কিন্তু ছেলেটি রয়ে যাবে সেই তপ্ত বালুময় অঞ্চলে, দিনের পর দিন বছরের পর বছর ,
কোন এক সময় হয়তো ছেলেটি দেশে ফিরবে তখন কি তার যৌবনপ্রাপ্ত শৈশব ফিরে পাবে?
প্রবাসী
বজলুর রশিদ
৩/৭/২৪
জলঢাকা