পথিক তার গন্তব্যের দিকে ছুটছে,
পথিক জানে না তার গন্তব্য কোথায় ?
পথিক জানে না, সে কেন ছুটছে ?
কি কারণে ছুটছে, শুধু জানে ছুটতে হবে ।
পথিকের এ গন্তব্যহীন ছুটার মাঝে ,
সে জানতে চায় না পাশে ,
নগ্ন গায়ে পরে থাকা শিশুটির
প্রয়োজন খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান ।
পথিক কি জানে না এরাই নতুন পৃথিবী গড়বে !
পথিক জানতে চায় না ,
অনেক সমস্যায় জর্জরিত এই পৃথিবী,
পথিক ছুটছে তো ছুটছে , তার জানার সময় নেই ।
পথিক ছুটছে তার গন্তব্যহীন ছুটার জগৎ নিয়ে ,
সে শুধু জানে তাকে ছুটতে হবে ।
পথিক দাড়াও ,এ ভাবে ছুট না ,
কে শুনে করা কথা পথিক ছুটছে।
পথিক আজ নিজেকে নিয়েই ব্যস্ত ,
ব্যস্ততার স্বার্থে পথিক আজ অন্যদিকে,
তাকানোর সময় পর্যন্ত পায় না।
পথিক সময় পায় না পরের জন্য কিছু করতে।
বর্তমান পৃথিবীতে পথিক মহা ব্যস্ত !
যান্ত্রিক যুগে পথিক আজ নিজেকে ,
নিয়ে অনেক বেশি আত্মকেন্দ্রিক।
পথিক ছুটছে তো ছুটছে অনন্তহীন গন্তব্যে ।