নদীর জলে পা ভিজিয়ে নাও,  
সাগর খোঁজার দরকার কি?  
এই মুহূর্তে যা কিছু পাও,  
ভবিষ্যৎ তো অজানা সবই!  

আকাশ দেখে লাভ কি বলো,  
হাতের রোদটাই ধরতে শেখ।  
স্বপ্ন যতই রঙিন হোক,  
বাস্তবতা কঠিন মনে রেখ!  

চেনা পথে ফুল ফোটে,  
অজানা পথে কী হবে ভাই?  
যা আছে তাই নিয়েই বাঁচো,  
দূরের আশা ভুলে যাই!