ওরে পথিক, ভাবিস কি তুই,
কোন পথে চলিস, কোথায় যাস?
কিসের খোঁজে হাঁটিস এত,
ঘর ছাড়া তুই, বল দেখি কী চাস?

স্বপ্নের পিছে দৌড়াস যে তুই,
কোথাও কি তার হবে শেষ?
মন কি তোর জানে উত্তর,
কিসের আশায় ধরেছ বেশ?

ওরে পথিক, থাম একটু তুই,
ভাবতো মন দিয়ে একটুখানি।
কিসের খোঁজে ছুটে চলা,
জীবনের অর্থ, সবাই কি জানি?

পথ তো দীর্ঘ, সময়ও ক্ষণিক,
সামনে কি আছে, কেউ জানে না।
তবুও চলিস, স্বপ্নের পিছে,
হারানোর ভয়,কেউ মানে না।