হে মানুষ তোমাদের-
এত অহংকার কিসের!
রাজ সিংহাসনের ?
তোমরা ভূ-অভ্যন্তরের
লাভার উপরে আছো,
যে কোন সময়
বিস্ফোরণ হতে পারে।
হে মানুষ তোমাদের -
এত অহংকার কিসের!
বিজ্ঞানের ?
কোন এক ভয়ংকর
ভূমিকম্পে ওলট-পালট,
হয়ে যেতে পারে
তোমাদের পৃথিবী ।
হে মানুষ তোমাদের -
এত অহংকার কিসের!
পারমাণবিক বোমার ?
যে কোন সময় পৃথিবীর ঘূর্ণন
বন্ধ হয়ে যেতে পারে,
ছিটকে পড়ে যেতে পারো
তোমরা মহাবিশ্বের অন্ধকারে।
হে মানুষ তোমাদের -
এত অহংকার কিসের!
ক্ষমতার ?
যে কোন সময় বৃষ্টির ন্যায়
গ্রহাণু পড়ে ধ্বংস হতে পার,
যেমন ধ্বংস হয়েছিল ডাইনোসর।
হে মানুষ তোমাদের -
এত অহংকার কিসের!
আভিজাত্যের ?
ভয়ংকর কোন
সুনামি তোমাদের,
এভারেস্টকেও ডুবিয়ে
দিতে পারে।
হে মানুষ তোমাদের -
এত অহংকার কিসের!
সম্পদের ?
ভয়ংকর কোন ভাইরাসে
ধ্বংস হয়ে যেতে পারে,
তোমাদের মানব সভ্যতা ।
হে মানুষ তোমাদের -
এতো অহংকার কিসের!
সৌন্দযের ?
যে কোন সময় সূর্য্য
নিভে যেতে পারে ,
ভয়ংকর অন্ধকার বরফে তলিয়ে
যেতে পারে তোমাদের হিমালয় ।
হে মানুষ তোমরা -
তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় কর!
যিনি অসীম মহাবিশ্বের মালিক!
যার কাছে তোমাদের !
ফিরে যেতে হবে ।