অতি লোভে তাঁতী নষ্ট
লোভে পরে সবে কষ্ঠ ।

অতি লোভে মন কষ্ঠ
যদি পার লোভ ছাড় ।

আসে দিন সব ভাল
যায় দিন তাও ভাল ।

পাপ পুন্য ধর্ম কয়
লোভ ছাড়া কর্ম নয়।

কর্মে সদা লোভী হয়
লোভী হলে নষ্ঠ হয়।

নষ্ঠ হলে ধ্বংস হয়
ধ্বংস হলে পঁচে যায় ।








বজলুর রশীদ
২৪/১২/২৩
জলঢাকা, নীলফামারী