শ্রাবনের ঘন মেঘ,
পাখিরা ফিরে ,
তাদের আপন ঠিকানায় ।
ভারী বর্ষণে দেখা,
মিলে না রবির ,
ধরণীর বুকে নামে ,
অঝোর বৃষ্টি ।
ঠিক তখনি,
আসমানীদের কুঁড়ে,
ঘরে নেমে আসে,
অশনি সংকেত ।
বৃষ্টি থেকে বাঁচার ,
ব্যর্থ চেষ্টা ,
নির্ঘুম রাত ,
তাদের চোঁখে ভাসে ।
পেটটি ভরে হয়তো,
তারা খেতে পায় না ,
বুকের ক’খান হাড়,
হয়তো সাক্ষী দিচ্ছে অনাহারের।
পরণে তার হয়তো,
শতেক তালির,
শতেক ছেঁড়া বাস,
মনে হয় শ্রাবনের সব,
বৃষ্টি তাদের চোঁখে।
মৌলিক চাহিদার,
কোন কিছুই ,
আর অবশিষ্ট নাই ।
তারপরও তারা,
বেঁচে আছে,
ধরণীর বুকে ,
কোন এক অনন্ত ,
যাত্রার পথে ।