নীল গগনে চাঁদের আলো,
নিশীথ রাতে ঝরে,
স্বপ্নগুলো নিভে আসে,
মনের গভীর ঘরে।

বাতাস কাঁদে শুনেছ কি?
স্মৃতির মিষ্টি সুরে,
বুকের মাঝে ব্যথা জাগে,
চোখে অশ্রু ঝরে।

তবু জানি আসবে প্রভাত,
আলোক ছুঁবে মন,
বিরহ শেষে মিলন হবে,
ফিরবে নতুন গান।