ধর্ম হলো স্রষ্টা বিশ্বাস
জগৎ হলো সংসার কর্ম,
আত্মা হলো অমর
মন হলো আত্মতৃপ্তি,
শরীর হলো নশ্বর।
ক্ষুধা হলো খাওয়ার ইচ্ছা
লোভ হলো লাভের আশা,
লালসা হলো কাম
অহংকার হলো সত্য উপেক্ষা,
হিংসা হলো মনের জ্বলন।
সৃষ্টি থাকলে স্রষ্টা থাকবে
মেনে নাও তব সবে,
যুক্তি তর্কের এই ধরণীতে
বাঁচিয়া আছি দয়ার দানে,
সত্য মেনে চল সবে ভবের দুনিয়াতে ।
সত্য
বজলুর রশীদ
১৬/৪/২৪