এলো নির্বাচন ভোটের রাজ্যে
ভোটার রাজা ,
ডানে -বামে শুধু চামচা
জিতলে ভোটে নেতারা রাজা ।

নেতারা সব ছুটছে মাঠে
গণতন্ত্রের নামে ,
কর্মীরা সব ভোট কেনে
অন্ধকারের কোনে।

ভোট-বাণিজ্য মহা বাণিজ্য
এর তুলনা নাই ,
ভোটে জিতলে এমপিদের
বাড়ি গাড়ি চাই ।

চলছে দেশ দেশের মতো
গণতন্ত্র নাই,
আমলাদের শাসনতন্ত্র
চলছে দেশে ভাই !
গরম হাওয়া বইছে দেশে
ভোট এসেছে তাই ।









বজলুর রশীদ
২/১২/২৩
জলঢাকা,নীলফামারী