দূর দিগন্তে পড়ন্ত বিকেলে,
কাশফুলের আভা ছড়ানো,
মাতাল হওয়ায়,
পাখিরা ফিরে যখন নিজ ঠিকানায় !
তখন মনে পড়ে তোমায়,
নীল শাড়িতে ,
খোঁপায় শিউলি ফুল,
কপালে সরিষার টিপ,
পায়ে আলতা রাঙানো,
গ্রাম বাংলার সেই চিরচেনা রমণী ।
দেখা হয়নি তোমায় স্বপ্নে,
কিংবা মনুষ্যের আবাসস্থলে,
কল্পনাতে খুঁজি তোমায়,
সাজিয়েছি তোমায় যতনে,
মণিকোঠায় !
যার খোঁজে হাজার,
বছর ধরে অপেক্ষায় !
আবহমান গ্রামের মেঠো পথে,
বট বৃক্ষের ছায়ায় ,
আমি ক্লান্ত -শ্রান্ত আজ,
তোমার অপেক্ষায় ।
বজলুর রশীদ
২৮/১০/২৩