নীল নব গগনে ডানা মেলে উড়ে যায় মুক্ত বিহঙ্গ
তার নেই কোনো সীমান্ত নেই কোনো বন্ধন,
উম্মুক্ত নীলিমায় সে ঘুরে বেড়ায়,
পবনে খেলা করে সারাক্ষন
ঠিকানা বিহীন বিহঙ্গটির নেই কোন গন্তব্য
স্বাধীনতাই তার একমাত্র সঙ্গী।
মুক্ত বিহঙ্গের চোখে নব স্বপ্ন জাগরিত হয়
সমস্ত দিগন্ত পানে তাকিয়ে রয় অবাগ চোখে
ভয় কিংবা কোন বাধা তাকে ছুঁতে পারে না
বাতাসের ঝাপটায় জেগে উঠে নতুন উদ্দীপনা ।
উড়তে উড়তে যখন সূর্যের আলো তার ডানায় এসে পড়ে, তখন সে যেন আরও মেলে দেয় নিজেকে।
মুক্ত বিহঙ্গের মতো আমারও মন উড়তে চায়
সেই উন্মুক্ত নব গগনে নীলিমায় ঘুরে বেড়াতে
জীবনের ছোট-বড় সব গণ্ডি পেরিয়ে,
একদিন হয়তো আমিও তার মতোই মুক্ত হতে পারব, বাঁধাহীন, অবিরাম।