আকাশে সবুজ রং খেলা করে,
সূর্যের আলো ছড়ায় চতুর্দিকে,
একসাথে মিশে যায় সব মিলে,
বাংলাদেশে  স্বাধীনতা এলো ফিরে।

দেশের জন্য যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা
ছিনিয়ে নিয়ে এসেছে স্বাধীনতা,
লাল সবুজের পতাকা,
তবু কেন এই পরাধীনতা ।

পুঁজিবাদের আক্রমণ ভেঙে দাও,
মানুষের মুক্তির পথ স্বাধীনতা পাও,
আমলাতন্ত্র নিপাত যাক
সাধারণ মানুষ মুক্তি পাক।

সত্যের প্রতি অকট্য বলো "না" শক্তিশালী,
এই সমৃদ্ধ বাংলাকে সুন্দর আলো দেখাও,
বাংলায় ন্যায় আন্দোলন আবার উঠুক,
পুঁজিবাদ নাশ করে সত্যের আলো ফুটুক ।








বজলুর রশীদ
২৩/১০/২৩
সারদা, রাজশাহী