সবাই মুখোশ পরে আছে,
চেনা মুখগুলোর অন্তরালে একেকটি রঙিন মুখোশ।
মুখে হাসি,চোখে পানি,
তারপরও বোঝা যায় না সত্যিকারের মানুষ।

পৃথিবীর প্রতিটি অলি গলিতে
মুখোশধারী মানুষের বিচরণ,
কে শত্রু, কে মিত্র
বোঝা যায় না আর।
মুখোশের নিচে লুকিয়ে আছে
অপরিচিত কত গল্প।
সেই গল্প শোনার সাহস
আজ আর পাই না।

আমরা সবাই ওই অপরিচিত মানুষের মত
প্রতিদিন একেকটা মুখোশ পরে থাকি,
মিথ্যে ভালোবাসার অভিনয় করি,দুঃখের নাটক সাজাই।

মাঝে মাঝে মনে হয়,
মুখোশটা খুলে ফেলি!
কিন্তু ভয় লাগে।
যদি এই কঠিন পৃথিবী আমাকে চিনে ফেলে?
তাই তো সাহস হয় না
সত্যের সামনে দাঁড়ানোর।

তারপরও মনে হয়,
একদিন হয়তো চিৎকার করে বলব
"দেখো, এটাই আমি।
মুখোশ ছাড়া এমনই দেখায় আমাকে।"
কিন্তু সত্যি কি,
সেই দিন আসবে কখনো?