তোমার সাথে আনন্দঘন,
মুহূর্তগুলো গুলো বারবার
মনে করিয়ে দেয়,
মায়াবী আলোয়
তোমার  মুখচ্ছবি ,
হৃদয়ের আলিঙ্গন ,
অদ্ভুত অনুভূতি ,
বিহঙ্গের মতো
ঘুরে বেড়ানো ,
দু হাতের অদ্ভুত
এক মিলনের কথা ।

তোমার মিষ্টি কণ্ঠের
প্রেমে পড়ে গেলাম,
স্বপ্নে দেখতে পেতাম
তোমার হাস্যজ্জল মুখ ।

দিন যায় বছর যায় ,
সেই দিনগুলি আর
ফিরে আসে না,
আমি বারবার ফিরে যেতে চাই,
সেই  সব মুহূর্তগুলোতে !
কিন্তু সময় তো কারো
জন্য অপেক্ষা করে না ।



বজলুর রশীদ
২১/০৬/২৩
জলঢাকা,নীলফামারী