মেয়ে আমার একটু বোকা
খেতে বসে কাঁদতে থাকা,
পড়াশুনায় ফাঁকিবাজি
হানি বানি দেখতে থাকা,
টিভি দেখা বড়ই নেশা
থাকতে চায় একা একা ,
মিশতে গেলে ঝগড়া লাগে
বাড়িতে এসে কাঁদতে থাকে,
বড়ই সে অভিমানী
মায়ের সাথে আড়ি আড়ি ,
বাবার সাথে বসে থাকা
গল্প শুনার বায়না ধরা,
মাঝে মাঝে কবিতা লেখা
দেয়া যাবে না ফেসবুকে
এরকম কিছু শর্ত থাকে,
স্মার্ট ফোন নিয়ে ব্যস্ত থাকা
ইউটিউব দেখা তার নেশা,
তারপরও সে মেয়ে আমার
আদর যত্নে বড় করা,
আল্লাহর কাছে দোয়া করি
জীবনে অনেক বড় হবি ।