চোখ তার মহাবিশ্বের ব্ল্যাকহোলের মত
যেন নিমেষেই গিলিয়ে খাওয়া অসংখ্য তারকা ,
ঠোঁট তার মৌন কবিতার মতো
যেন লাজনম্র লজ্জাবতী বৃক্ষ ।

চলন তার শ্রাবণের নীরব বৃষ্টি
যেন বৃষ্টি বিলাসী উচ্ছ্বাসে ভাসা শ্রাবণের বন্যা,
মুখ তার তুলির আঁচড়ে আঁকা
যেন লিওনার্দোর সেই মোনালিসার ছবি।

চুল তার আপাদলম্বিত কস্তুরী সৌরভ
যেন মহাবিশ্বের  নিমজ্জিত গভীর অন্ধকার,
দেহ তার  কমল জোৎস্নার মত
যেন অবনীর বুকে ফুটন্ত গোলাপ।