চোখ তার মহাবিশ্বের ব্ল্যাকহোলের মত
যেন নিমেষেই গিলিয়ে খাওয়া অসংখ্য তারকা ,
ঠোঁট তার মৌন কবিতার মতো
যেন লাজনম্র লজ্জাবতী বৃক্ষ ।

চলন তার শ্রাবণের নীরব বৃষ্টি
যেন বৃষ্টি বিলাসী উচ্ছ্বাসে ভাসা শ্রাবণের বন্যা,
মুখ তার তুলির আঁচড়ে আঁকা
যেন লিওনার্দোর সেই মোনালিসার ছবি।

চুল তার আপাদলম্বিত কস্তুরী সৌরভ
যেন মহাবিশ্বের  নিমজ্জিত গভীর অন্ধকার,
দেহ তার  কমল জোৎস্নার মত
যেন অবনীর বুকে ফুটন্ত গোলাপ।

কন্ঠ তার বসন্তের কোকিলের গান
যেন আনন্দে ভরা হৃদয়ের ছন্দ,
হাসি তার টোলে ভরা গাল
যেন তার দাঁতে শুভ্রদানার মুক্তো ঝরে।

মন তার সমুদ্রের মতো প্রশস্ত
যেন আকাশের বিশালতা তার মাঝে
স্পর্শ তার ফুলের পাপড়ির মত কোমল
যেন মৃদু বৃষ্টির ঝিরঝিরে পরশ ।

সে আমার এক স্বপ্নে দেখা মায়াবিনী
রোজ রাতে দেখা দেয় স্বপ্নে
প্রতি রাতে তাকে স্বপ্নে খুঁজে বেড়াই
ঠিক যেমন খুঁজেছিল জীবনানন্দ দাশ তার বনলতা সেনকে।