মানুষ মানুষ বলে কত,
মানুষ চেনা হয় না তব।
যে মানুষেতে দ্বন্দ্ব থাকে,
সে কি মানুষ? ভাব তবে।
দেহখানি এই মাটির পাত্র,
মন যে তারে চালায় যত।
মন যদি হয় কলুষিত,
মানব গুণ রয় কি তত?
কেউ ধনী কেউ দরিদ্র বলে,
বাঁধে দেয়াল ধর্ম দিয়ে।
মানুষ ভুলে দ্বন্দ্ব রচে,
আপন স্বার্থ সামনে নিয়ে।
লালন বলে, মানুষ কোথায়?
দেখে যেতে চায় গো নীরে।
দেহের ভিতর মন খুঁজো,
মানুষ আছে চেতনা ঘিরে।