কৃষ্ণ করিয়া রাখিও না মন
সাদা করিও সদা,
লোভ হিংসা ধ্বংস করিও
অন্তরে রাখিও না কাঁদা ।

মানুষ তুমি সৃষ্টির সেরা
মনে রাখিও সর্বদা,
অন্যের হক নষ্ট করনা
অন্তে দুঃখ কষ্ট রহিবে না ।

বিবেক হলো স্বীয় জ্ঞান
অজানা তথ্য করে সংরক্ষণ,
বিশৃঙ্খলা সৃষ্টি কোরো না
করোনা অতি সীমা লঙ্ঘন ।

পরোনা শয়তানের মোহে  
অন্যায় থেকে থাক দূরে,
সত্যের পথে বাধিও চিত্ত
পাপ থেকে  দূরে রেখ মনটারে ।
















কলমে;বজলুর রশীদ
তারিখ:২৫/২/২৪
জলঢাকা, নীলফামারী