হালকা রোদ, গায়ে লাগে
ফাল্গুনের পরশ মাখা,
বাতাসে উড়ে কৃষ্ণচূড়া
শেষ বিকেলের আঁকা।
শিমুল-পলাশ জ্বলছে দূরে
লাল আগুনের ছবি,
ফাগুন এসে মনে জাগায়
আধভাঙ্গা এক রবি।
গরম নয়, শীতও নয়,
মাঝামাঝি খেলা,
বাতাস কেবল গায়ে বুলায়
স্মৃতির দোলা মেলা।
খেলাধুলা করতে করতে
সন্ধ্যা নামে ঘরে,
কোথাও যেন ছাতিম ফোটে
আবছা হলুদ ডরে।