চলে যেও না
ফিরে চাও!
একটু দৃষ্টি করে
মায়া ভরা,
কৃষ্ণ নয়নে।
ফিরে চাও
ওগো প্রেয়সী!


তোমার মায়াবী
চাহনী সম্মোহিত
করে আমাকে !
আমার সমস্ত
কল্পনাতে তুমি!
যার কাছে আছে
শুধু শান্তি !


খুঁজেছি তোমায়
অনেক সময়!
সবুজ প্রান্তরে ,
না হয় মরুভূমি
বালুময়ে !


পাহাড়েরও গিয়েছি
আমি দেখা পাবো বলে!
খুঁজে পেয়েছি তোমায়,
পাশের কোন
ছোট নগরে!


চলে যেও না!
ফিরে চাও একবার
কৃষ্ণ নয়নে ।