কোথাও কেউ নেই, চারিদিকে শূন্য,
নিঃসঙ্গ নিশিতে জ্বলে মোমবাতির আলো,
নেভা নেভা আলো যতবার জ্বলে,
ততবার মনের গহীনে জমা থাকে অব্যক্ত কথা।
ঝোড়ো হাওয়া লেগে তার শিখা নিভে যাবে একদিন,
হয়তোবা নক্ষত্রের আলোয় ফিরবে স্মৃতি,
ফিরবে হারিয়ে যাওয়া মুহূর্তের ছবি।
ভালোবাসা, ভালো সম্পর্ক, ভালো সময়,
কোনো কিছুই চিরন্তন নয়।
দুঃখের করাল গ্রাসে সবকিছু ম্লান হয়ে যাবে
কোথাও কেউ নেই, একান্তে শুধু আমি,
পরে আছে ছড়িয়ে পড়া ক্ষতবিক্ষত সময়।
মনের গভীরে জমে থাকা অশ্রু নদী,
বয়ে চলে চুপিসারে, কারও অজান্তে।
কোথাও কেউ নেই, চারিদিকে নীরবতা।
কোথাও কেউ নেই, কেউ থাকেনা,
দিনশেষে কিছু মানুষ অনেক একা!