অনেকদিন পেরিয়ে গেল,
তুমি আসবে বলেছিলে কদমতলায় !
কদম গাছটি বয়সের ভিড়ে নুইয়ে পড়েছে,
আগের মত আর ফুল ফোটে  না!
যে কয়টি ফোটে সে কয়টিরও আর আগের মত গন্ধ নেই ।


বর্ষার আগমনী বার্তা নিয়ে আসা,
ফুলটি আজ নিষ্ক্রিয় !
বিরহীকে দুঃখী করা গাছটি আজ,
অসহায়ের মতো দাঁড়িয়ে আছে !


গাছ থেকে কদম ফুল পেরে ,
বিক্রি জন্য  কেউ আর আসে না !
ললনাপ্রিয় গাছটি আজ
ললনার জন্য অপেক্ষা করে ।


বর্ষা  যেমন কদমফুলকে
ছেড়ে যেতে পারে না ,
তেমনি  আমি তোমাকে ছাড়তে পারি না !


তুমি আসবে বলে কদমগুচ্ছ হাতে নিয়ে
আমি তৈরি ,এই বর্ষায় জল ভরা মাঠে !
তোমার খোঁপায় কদমগুচ্ছ জড়িয়ে দিয়ে,
বলবো ভালবাসি ভালোবাসি ।


তোমাকে কতবার বলেছি,
আমি কদম বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকবো,
হাজার বছর ধরে তোমার অপেক্ষায় !
অনেক দিন পেরিয়ে গেল ,
তুমি আসবে বলে কথা দিয়েছিলে কদমতলায় ।



বজলুর রশিদ
০৭/০৮/২০২৩
জলঢাকা, নীলফামারী ।