প্রতিদিন রাতে ভাবি,
কবিতা লিখে কি লাভ ?
কিন্তু আবার কবিতা লিখি !
কবিতার শব্দগুলো সাজাই যত্ন করে
মনের গভীরে জমানো অনুভূতিগুলো,
বাক্যের মাধ্যমে কবিতায় প্রকাশ করি
যখন হৃদয়ে লালিত সুখ পাখি,
হৃদয়ের বাঁধন ছিড়ে চলে যায় অচেনা পথে,
তখন তাকে কবিতায় বাঁধা যায় না !
তারপরও মনের কোণে জমে থাকা
আক্ষেপগুলো কবিতার খাতায় লিখে রাখি ,
মাঝে মাঝে মনে হয় থাক না কিছু দুঃখ বুকে চাপা ।

কবিতা লিখতে চাই না তবুও লিখি
কারণ কবিতার মধ্যে কোথাও লুকিয়ে থাকে,
বেঁচে থাকার একটা শেষ চেষ্টা ।
হয়তো আজ নয়, কাল নয়,
একদিন এই কবিতা
ভাঙা হৃদয়ের যন্ত্রণা ছুঁয়ে যাবে অন্য কারও মনে,
হয়তো নিজের অজান্তে সে বলবে
আমিও তো এমনটাই অনুভব করি ।

তাই কবিতা লিখি ,
হয়তো কোনো একদিন
কবিতার ভেতরই নিজেকে খুঁজে পাবো ।
অথবা বুঝে নেবো,
কবিতা লিখে বেঁচে থাকার আসল রহস্য !
কারণ, আমি কেবলই কবিতার মানুষ
মনের গভীরে অবদমিত কথা গুলোকেই,
কবিতায় বাঁচিয়ে রাখি
বাঁচিয়ে রাখার চেষ্টা করি ।