আমার স্বপ্নে দেখা শয়নে
খুঁজছি তোমায় বহুদিন ধরে !
দেখা পাই যদি তোমার সনে,
বলবো কথা অনেক তোমার পানে চেয়ে !
ছাড়বো না হাত খানি তোমার
আগলে রাখিব যত্ন করে !
তোমার কাজল কালো চোখে ,
তাকিয়ে রোইবো অবাক দুনয়নে !
তোমার ওই মায়াবী হাসির ঠোঁটে
গালখানি তোমার একটুখানি বেঁকে!
বারবার দেখিতে চাই ঘুমের তীব্র ঘোরে,
যদি দেখা দাও এতটুকু খানি ক্ষীণ সময়ে ।
বজলুর রশীদ
২৮/০৮/২৩
জলঢাকা, নীলফামারী ।