হে বিধাতা! কেন দিলে কালো এ রূপ
অভিশাব কি এ জন্মের, নাকি পূর্বজনমের পাপ?
নিপীড়িত বিশ্ব করে ঠাট্টা, হাসে
আমার এই কালো রূপ কি তবে অভিশাপ?
যবে জোছনা নামে ধরণীর বুকে,
সে তো আঁধারেই খেলে দিব্য রং,
কালো গগনে চন্দ্র হাসে,
কালো সাগরে ভাসে সোনালি ঢেউ!
ওরে নিঠুর! কেন তবে অপমান?
আমার কালো রূপ কি নাহি মধুময়?
দেখনি কি গগন-গর্ভে জ্বলে
কালো রাতের তারার অভয়?