বুকের ভেতর অনেক কথা জমে ছিল,
তোমাকে বলতে পারিনি কিছুই।
ভাবছিলাম জানাবো মনের কথা,
কিন্তু আর বলা হলো না।
কথাগুলো ঠোঁটের কাছে এসে থেমে গেছে,
বুকের ভেতরেই তারা আশ্রয় নিয়েছে।
তোমার চুপ থাকা কি আমার অপেক্ষার উত্তর?
নাকি হারিয়ে গেছে সব কথার মানে?
যে প্রশ্নগুলো করতে চেয়েছিলাম,
সেগুলোর উত্তর জানার আগ্রহ এখন আর নেই।
তোমার নীরব চোখই সব বলে দিয়েছে।
তবু মনে কোথাও যেন একটুখানি আশা
একটুখানি ভরসা থেকে যায়
হয়তো কোনোদিন এই কথাগুলো
আবার বেরিয়ে আসবে।