আমার হিসাব মিলে না,
জীবনকে যত গুণ করি, ভাগ করি,
শেষে দেখি- শূন্যই থেকে যায়।
হিসাব মিলাতে গিয়ে নিজেকে আঁকড়ে ধরি,
শুভ্র মেঘের মতো ছুটে চলি দিগন্তের পানে।
সবুজ ঘাসে শিশির বিন্দু ধরে রেখেছিলাম,
তোমাকে দেখাবো বলে-
কিন্তু সূর্যের আলোতে শূন্য হয়ে উড়ে গেল!
আমি কাকে দোষ দেব?
শূন্য যে আমার নিত্যদিনের সঙ্গী।
সময়ের তালে যোগ-বিয়োগ করি,
কিন্তু একটা শূন্য বারবার ফিরে আসে।
পাইনি কোথাও দেখা-সেই দুর্লভ সুখপাখির,
যার জন্য আমি অপেক্ষা করি,
কিন্তু অপেক্ষার পালা আর শেষ হয় না।
প্রশ্নগুলো জমতে জমতে খাতা আজ পূর্ণ,
উত্তর লিখতে গিয়ে দেখি-
কালি ফুরিয়ে গেছে!
তাই কিছুই লেখা হয় না আর,
উত্তরের খাতাটি শূন্যই রয়ে যায়।
আমি হিসাব মিলাতে চেয়েছিলাম-
স্বপ্নের সঙ্গে বাস্তবের,
প্রেমের সঙ্গে প্রতিশ্রুতির,
কিন্তু ফলাফল এসে দাঁড়ায় একই জায়গায়-
আমার হিসাব মিলে না!